ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

নাচলেন মাহি মেহজাবিন


চলচ্চিত্রের পর্দায় ও মঞ্চে শিল্পীদের নাচ দেখে মুগ্ধ হন দর্শক। মনোমুগ্ধকর নাচের পেছনে মূল কাজটি করেন কোরিওগ্রাফার। কোরিওগ্রাফারের ভাবনার প্রতিফলন মঞ্চে ঘটান শিল্পীরা।

কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ পুরনো নাম হলেও দীর্ঘদিন তাকে দেখা যায়নি। সম্প্রতি কাজে ফিরেছেন তিনি। গতকাল (২ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দীপ্ত টিভিতে ‘কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানের কোরিওগ্রাফী করেন তিনি।

সোহাগ বলেন, ‘গত এক বছর কাজ করিনি। ‘কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ এর নাচের কোরিওগ্রাফি করতেই হলো। কারণ কাজটি বিশেষ। এতে দেশের জনপ্রিয় শিল্পীরা নেচেছেন। এছাড়া বেশ কিছু কাজ হাতে রয়েছে। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সেগুলো শুরু করবো।’

সোহাগের কোরিওগ্রাফিতে কাল নেচেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, মেহজাবিন, নাদিয়া, চাঁদনী, সিনথিয়া, বারিষ হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

ads

Our Facebook Page